মাথার যন্ত্রণা শরীর ও মন দুটোতেই ভীষণভাবে
প্রভাব ফেলে। যখন আপনি মাথা ব্যথার কবলে পড়েন তখন গোটা দুনিয়াই অসহ্য হয়ে ওঠে। কোনও কিছু করতে মন সায় দেয় না। শরীর-মন দুটোই ক্লান্ত লাগে।
যারা নিত্য এই সমস্যায় ভোগেন তাদের ক্ষেত্রে বিষয়টির গুরুত্ব অনুধাবন করা সহজ। কারণ মানুষের শরীরের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হল মাথা বা মস্তিষ্ক। এটিই গোটা শরীরকে চালনা করে। তাই এই অংশকে সুস্থ রাখা সবচেয়ে আগে প্রয়োজনীয়।
বেশিরভাগ সময়ই মাথাব্যথা হলে ওষুধ খেয়ে আমরা তা সারানোর চেষ্টা করি। তবে সবসময় যে তাতে কাজ দেয় তা একেবারেই না। কারণ মাথায় ধরার নানা কারণ থাকতে পারে। তাই না জেনে ওষুধ খেলে কোনওভাবেই রেহাই পাওয়ার উপায় থাকে না। সাইনাসের সমস্যা থেকে মুক্তি পাওয়ার সহজ দাওয়াই নিয়মিত মাথা ধরার সমস্যা হলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন। তবে তা ছাড়াও নিচের খাবারগুলিকে নিয়মিত খেলে মাথা ব্যথার সমস্যায় রেহাই মিলতে পারে।
পালংশাক : পালংশাকে হাজারো উপকারিতা রয়েছে। মাইগ্রেনের
সমস্যা থাকলে তাতে এটি দারুণ কাজে দেয়। মাথা ব্যথা হলে গরম পালং স্যুপ ভালো উপকার দিতে পারে।
লো ফ্যাট দুধ : নিত্য মাথা ব্যথা হলে চেষ্টা করবেন শুধু লো
ফ্যাট দুধ খেতে। যদি ডিহাইড্রেশনের সমস্যার কারণে মাথা ব্যথা হয়, তাহলে এটি দারুণ কাজ দেবে। এতে থাকা ক্যালশিয়াম ও পটাশিয়াম আপনাকে সুস্থ রাখবে।
কফি : মাইগ্রেন বা ঠান্ডা লেগে মাথা ধরলে কফি দারুণ কাজে দেয়। তবে অবশ্যই বেশি পরিমাণে খাবেন না। এছাড়া রক্তে থাকা হিস্টামিন, যার কারণে মাথা ব্যথা হয়, সেটিকেও নিয়ন্ত্রণ করতে পারে কফি।
কফি : মাইগ্রেন বা ঠান্ডা লেগে মাথা ধরলে কফি দারুণ কাজে দেয়। তবে অবশ্যই বেশি পরিমাণে খাবেন না। এছাড়া রক্তে থাকা হিস্টামিন, যার কারণে মাথা ব্যথা হয়, সেটিকেও নিয়ন্ত্রণ করতে পারে কফি।
মাছ : তৈলযুক্ত মাছ
খেলে এতে থাকা ওমেগা ৩ ফ্যাটি অ্যাসিড, ভিটামিন বি৬ ও বি১২ মাথা ব্যথা কমাতে সাহায্য করে।
তরমুজ : তরমুজের মতো ফল
শরীরকে ডিহাইড্রেশনের হাত থেকে বাঁচায়। এতে থাকা ম্যাগনেশিয়াম ও পটাশিয়াম মাথা
ব্যথাকে দূরে সরিয়ে দেয়।
কলা : কলাও মাথা ব্যথা কমাতে দারুণ কার্যকর। এতেও রয়েছে প্রচুর পরিমাণে পটাশিয়াম ও ম্যাগনেশিয়াম। এছাড়া কলা খেলে তৎক্ষণাৎ শরীর এনার্জিতে ভরে ওঠে।
কলা : কলাও মাথা ব্যথা কমাতে দারুণ কার্যকর। এতেও রয়েছে প্রচুর পরিমাণে পটাশিয়াম ও ম্যাগনেশিয়াম। এছাড়া কলা খেলে তৎক্ষণাৎ শরীর এনার্জিতে ভরে ওঠে।
No comments:
Write comments