ক্রাইপ্টার কি ?
ক্রাইপ্টার মূলত এমন একটি জটিল পদ্ধতি যার মাধ্যমে কোন ফাইলকে অপারেটিং সিস্টেম এবং অন্যান্য আপ্লিকেশন সফটওয়্যার হতে নিরাপদে রাখা যায়। IT World এ এর থেকে ফাইল বা তথ্য সংরক্ষণের নিরাপদ উপায় আর নেই। ক্রাইপ্টার সফটওয়্যারের ব্যবহার ভাল ভাবে হলেও বিভিন্ন হ্যাকার ক্রাইপ্টার সফটওয়্যারের অপব্যবহার করে থাকে। কারণ ক্রাইপ্টার সফটওয়্যার দ্বারা কোন ফাইল এনক্রাইপ্ট করা হলে তা অ্যান্টি ভাইরাস স্ক্যান করতে পারে না।
তাই সবধরনের কম্পিউটার ব্যবহারকারীর কথা বিবেচনা করে Team Error নিয়ে আসলো তাদের নতুন একটি সফটওয়্যার “Tala Cabi 1.0” সফটওয়্যার। সম্পূর্ণ বাংলাদেশি এই ক্রাইপ্টার সফটওয়্যারটি ফ্রী ব্যবহার করতে পারবেন।
এই সফটওয়্যারটির নিরাপত্ত্বা নিশ্চিতকরণ প্রক্রিয়া :-
ক্রাইপ্টার মূলত এমন একটি জটিল পদ্ধতি যার মাধ্যমে কোন ফাইলকে অপারেটিং সিস্টেম এবং অন্যান্য আপ্লিকেশন সফটওয়্যার হতে নিরাপদে রাখা যায়। IT World এ এর থেকে ফাইল বা তথ্য সংরক্ষণের নিরাপদ উপায় আর নেই। ক্রাইপ্টার সফটওয়্যারের ব্যবহার ভাল ভাবে হলেও বিভিন্ন হ্যাকার ক্রাইপ্টার সফটওয়্যারের অপব্যবহার করে থাকে। কারণ ক্রাইপ্টার সফটওয়্যার দ্বারা কোন ফাইল এনক্রাইপ্ট করা হলে তা অ্যান্টি ভাইরাস স্ক্যান করতে পারে না।
তাই সবধরনের কম্পিউটার ব্যবহারকারীর কথা বিবেচনা করে Team Error নিয়ে আসলো তাদের নতুন একটি সফটওয়্যার “Tala Cabi 1.0” সফটওয়্যার। সম্পূর্ণ বাংলাদেশি এই ক্রাইপ্টার সফটওয়্যারটি ফ্রী ব্যবহার করতে পারবেন।
এই সফটওয়্যারটির নিরাপত্ত্বা নিশ্চিতকরণ প্রক্রিয়া :-
“Tala Cabi 1.0” এর সুবিধা সমূহ/বৈশিষ্ট্য:
- মাত্র ৫ মেগাবাইট মেমরি শেয়ার।
- যে কোন প্রকার ফাইল এনক্রাইপ্ট/ডিক্রাইপ্ট করতে পারে, যেমন: .docx/.mp3/.exe/.com/.bat/.txt/.rar/.zip etc…
- হ্যাকারদের প্রয়োজনীয় স্পাই বা ভাইরাস সংরক্ষণ করতে পারে।
- অ্যান্টি ভাইরাস ফাইল রিডিং বাইপাস করতে পারে।
- শক্তিশালী পাসওয়ার্ড এবং নিরাপত্তা ব্যবস্থা।
- শতভাগ ভাইরাস এবং স্পাইওয়্যার মুক্ত বাংলাদেশি ক্রাইপ্টার সফটওয়্যার।
- মাইক্রোসফট অপারেটিং সিস্টেম এর যেকোন ভার্সনে রান করতে পারা।
- সম্পুর্ণ ফ্রী এবং ইউজার ফ্রেন্ডলী সফটওয়্যার।
- অনলাইন সাপোর্ট এর মাধ্যমে সহয়তা করা।
No comments:
Write comments