Thursday, May 10, 2018

NID card Date -

আগামী ১৯/০৫/২০১৮ইং তারিখ হইতে ৪নং খাদিমপাড়া ইউনিয়নের সকল ভোটারদের র্স্মাট কার্ড বিতরণ করা শুরু হবে স্থানীয় হযরত শাহপরান (রহ:) উচ্চ বিদ্যালয়ে।

১। প্রত্যক ভোটারের দুই হাতের দশ আঙ্গুলের ছাপ  এবং দুই  চোখের আইরশ ইমেজ প্রদান
     করতে হবে।
২। বর্তমান জাতীয় পরিচয়পত্র  (ভোটার আইডি কার্ড) সঙ্গে আনতে হবে।
৩। নিদিষ্ট তারিখ ও সময় অনুযায়ী সংশিস্নষ্ট ব্যক্তিকে কেন্দ্রে উপস্থিত থাকতে হবে।
৪। একজনের স্মার্ট জাতীয় পরিচয়পত্র অন্যজন নিতে পারবেন না।
৫। যারা এখনো পরিচয়পত্র পাননি সেই সকল ভোটারদেরকে নিবন্ধন সিস্নপ ( ছবি তুলার পর যে 
    রিসিট দেওয়া হয়েছিল) সঙ্গে নিয়ে আসতে হবে।

৬। জাতীয় পরিচয়পত্র হারিয়ে গেলে সোনালী ব্যাংকে ৩৪৫/- টাকা জমা দিয়ে চালান/সোনালী
    সেবার স্লিপ কপিসহ সঙ্গে  নিয়ে আসতে হবে।
 ¬¬

*** যারা ভোটার তালিকায় নিবন্ধিত হয়েছেন (২০১৫ সাল পর্যন্ত) কিন্তু এখনো জাতীয় পরিচয়পত্র পাননি তাদেরকে মূল ভোটার নিবন্ধন স্লিপ সাথে নিয়ে আসতে হবে। যদি কোন ভোটার মূল নিবন্ধন স্লিপ হারিয়ে ফেলেন তাহলে ফরম নম্বর অথবা ভোটার নম্বর সংগ্রহ পূর্বক উপজেলা নির্বাচন অফিস/সিনিয়র জেলা নির্বাচন অফিসারের কার্যালয় হতে জাতীয় পরিচয় নম্বর সংগ্রহ করে নির্দিষ্ট কেন্দ্র হতে র্স্মাট জাতীয় পরিচয়পত্র সংগ্রহ করতে হবে।

বি:দ্র: নির্ধারিত তারিখ ও সময়ের পূর্বে  ভোটার নম্বর, জাতীয় পরিচয় নম্বর  ও ব্যাংক চালান  সংগ্রহ করুন। ভোটার নম্বর ও জাতীয় পরিচয় নম্বর পাওয়ার জন্য প্রয়োজনে সহযোগিতা নিতে পারেন।

 ১। ৪নং খাদিমপাড়া ইউনিয়ন ডিজিটাল সেন্টার, খাদিমপাড়া ইউনিয়ন পরিষদ,সদর,সিলেট।
২। শাহসুন্দর মাল্ডিমিডিয়া, সুরমাগেইট, খাদিমনগর,সদর,সিলেট।




No comments:
Write comments