অ্যান্ড্রয়েডের জন্য নতুন ফেসবুক


কম মূল্যের এবং কম মেমোরির অ্যান্ড্রয়েড ফোনের জন্য হালকা একটি ফেসবুক অ্যাপ্লিকেশন তৈরি করেছে ফেসবুক কর্তৃপক্ষ। যাতে সবাই সহজে ফেসবুক ব্যবহার করতে পারেন।
নতুন ফেসবুক অ্যাপটি নাম দেওয়া হয়েছে ফেসবুক লাইট। এই অ্যাপটি শুধুমাত্র কম সুবিধা সম্পন্ন অ্যান্ড্রয়েড ডিভাইসগুলোতে কাজ করবে। বেশি অভ্যন্তরীণ মেমোরি সম্পন্ন অ্যান্ড্রয়েড ডিভাইসে অ্যাপটি চলবে না।
উন্নত দেশগুলোতে এই অ্যাপটি ব্যবহার করা যাবে। শুধুমাত্র ধীর গতির ইন্টারনেট আছে এমন দেশগুলোর ব্যবহারকারীরাই গুগল প্লেতে অ্যাপ্লিকেশনটি পাবেন। অর্থাৎ বাংলাদেশ, ভারতসহ উন্নয়নশীল দেশগুলোর ফেসবুক ব্যবহারকারীদের কথা চিন্তা করেই অ্যাপ্লিকেশনটি বানানো হয়েছে।
কিছুটা হালকা হলেও সব সুবিধাই পাওয়া যাবে ফেসবুকের লাইট সংস্করণটিতে। স্ট্যাটাস আপডেট করা, নোটিফেকশন দেখা বা মেসেজ আদান প্রদানের কাজে কোনো রকম সমস্যাই হবে না। হালকা হওয়ায় গ্রাহকদের ডাটাও কম খরচ হবে এই অ্যাপটির মাধ্যমে। এ ছাড়া টু-জি ইন্টারনেটেও স্বাভাবিকভাবে চলবে এটি।
ফেসবুকের মূল অ্যাপ্লিকেশনটির আকার ২৫ মেগাবাইট। কিন্তু লাইট সংস্করণটি মাত্র ২৫২ কিলোবাইটের। ফলে ফোনের মেমোরি যতোই কমই হোক না কেনো এটি সহজেই চলবে।
ডাটা যাতে কম ব্যবহার হয়; এই চিন্তা থেকে উন্নত স্মার্টফোন ব্যবহারকারীরা এটি ব্যবহারের ইচ্ছে করতে পারেন। কিন্তু কাজ হবে না। কারণ উন্নত ডিভাইসগুলোতে চলবে না এই অ্যাপ্লিকেশন। এমনকি ইন্সটলই করা যাবে না।

Comments

Popular posts from this blog

Buet Engineering Admission Test Question with Solve

বেসরকারি শিক্ষক নিবন্ধনের অনলাইনে আবেদনের নতুন বিজ্ঞপ্তি প্রকাশ

National University Honours admission Result 2015-2016