ইতালিতে আমরা যারা নিজের অথবা বন্ধু বান্ধবের গাড়ি/মোটরবাইক ইত্যাদি নিয়ে যদি কখনো এক্সিডেন্ট করি তাহলে আমাদের সবার প্রথম যা যা করতে হবে। তবে আজকে আমরা ছোট খাটো এক্সিডেন্ট নিয়ে আলোচনা করবো। ধরুন আপনি গাড়ি চালাচ্ছেন হঠাৎ করে কেউ আপনাকে পেছন থেকে অন্য গাড়ি দিয়ে ধাক্কা দিলো, এবং এতে করে আপনার নিজের শারীরিক কোন ক্ষতি না হলেও আপনার শখের গাড়িটির বেশ ক্ষতি হয়েছে, সেই ক্ষেত্রে আপনার করনীয় কি? এবং কিভাবে কি করলে দ্রুত আপনি আপনার ক্ষতি পূরণ পাবেন।
এই ক্ষেত্রে আপনাকে যা যা করতে হবে?
১- সবার প্রথম আপনাকে যে পিছন থেকে মেড়েছে তার গাড়ির নাম্বারটি নিয়ে নিন। যাতে করে পালিয়ে যাওয়ার পরেও আপনি ওর নামে মামলা করতে পাড়েন।
২- যদি খুব বেশি ক্ষতি হয় তাহলে লোকাল পুলিশ কল করতে পারেন। (দীর্ঘ ১৭ বছরের ইতালিতে অবস্থান করার অভিজ্ঞতায় বলতে পারি – পুলিশ কল করলে আপনাকে দীর্ঘ সময় ধরে অপেক্ষা করতে হতে পারে)।
৩- প্রতিপক্ষের সাথে নিজেরা নিজেরা মীমাংসার বিষয়ে আলোচনায় এসে , সে যদি আপনাকে নগদ টাকা পরিশোধ করতে রাজী হয় এবং ওর অফার যদি আপনার মন-মতো হয়। তাহলে সেখানেই ঝামেলা মিটিয়ে ফেলুন।
৪- যদি প্রতিপক্ষের অফার আপনার মন মতো না হয় বা সে যদি নগদ পে করতে রাজী না হয়? তাহলে তাৎক্ষনিক আপনাকে এক্সিডেন্ট করার স্থান ত্যাগ করার পূর্বে প্রতিপক্ষের কাছ থেকে তার ডকুমেন্টস, লাইসেন্স, ফোন নাম্বার, গাড়ির নাম্বার ও মডেল, ইনস্যুরেন্স এর বিস্তারিত এবং ফোন নাম্বার ইত্যাদি চেয়ে সংগ্রহ করে নিয়ে নিতে হবে।
৫- এর পর আপনাকে প্রতিপক্ষের ইনস্যুরেন্স কোম্পানি থেকে দ্রুত ক্ষতিপূরণ পেতে হলে আপনাকে CID পূরণ করতে হবে। চিদ এর পূর্ণ অর্থ হচ্ছে constatazione amichevole di incidente (বন্ধুত্বপূর্ণ দুর্ঘটনার রিপোর্ট সংক্রান্ত ফরম) । এই চিদ প্রতিটি ইনস্যুরেন্স কোম্পানি তার গ্রাহক দের দিয়ে থাকে। নিন্মে চিদ এর একটি উদাহরণ দেওয়া হল। উল্লেক্ষ এই চিদ আপনি এক্সিডেন্ট করার পরপরি পূরণ করিয়ে নিতে পাড়েন, তবে যেহেতু আমরা বিদেশী এবং ইতালিয়ান অনেক নিয়ম কানন জানিনা, তাই এক্সিডেন্ট এর পর আপনার উচিত হবে ঘটনা স্থলে চিদ পূরণ না করে আপনার ইনস্যুরেন্স কোম্পানির সাথে আলোচনা করে অথবা আপনার পরিচিত ইতালিয়ান কেউ থাকলে তার দ্বারা পূরণ করানো। উল্লেখ্য এই বিষয়ে আপনি যেকোনো সময় আমিওপারি টিম এর সাথে যোগাযোগ করতে পাড়েন। আমাদের কাছে অভিজ্ঞ উকিল ও সকল ইনস্যুরেন্স কোম্পানির সাথে মিলে কাজ করে সেই সকল ইতালিয়ান ব্রকার রয়েছে, যারা আপনাকে আপনার ন্যায্য হক পেতে সাহায্য করবে।
৬- ধরুন চিদ পূরণ করা শেষ এখন এই চিদে আপনার বিস্তারিত ও আপনার প্রতিপক্ষের বিস্তারিত দিয়ে দুই পক্ষের স্বাক্ষর করিয়ে। এক কপি আপনার প্রতিপক্ষের কাছে বুঝিয়ে দিতে হবে, যা দিয়ে আপনার প্রতিপক্ষ তার ইনস্যুরেন্স কোম্পানিকে বিষয়টি জানাবে। এবং বাকি দুই কপির একটি আপনার ইনস্যুরেন্স কোম্পানির কাছে মেইলে অথবা ফাক্স করে অথবা সরাসরি নিজে গিয়ে জমা দিয়ে আসতে হবে। এবং এক কপি আপনার কাছে সংগ্রহে রাখতে হবে। ধরুন আপনি নিজে নিজেই চিদ পূরণ করেছেন এবং প্রতিপক্ষের কাছ থেকে সই করিয়ে নিয়েছেন। এবং আপনাকে সেই কপি আপনার ইনস্যুরেন্স কোম্পানির কাছে পাঠিয়ে দিতে হবে। এভাবে আপনার ইনস্যুরেন্স কোম্পানি আপনার কাছ থেকে চিদের বিস্তারিত পাওয়ার সাথে সাথেই প্রতিপক্ষের ইনস্যুরেন্স কোম্পানির সাথে যোগাযোগ করবে।
৭- এর পর দুই/ তিন দিনের মদ্ধেই প্রতিপক্ষের ইনস্যুরেন্স কোম্পানি আপনার সাথে যোগাযোগ করবে ফোনে এবং আপনার সাথে কিভাবে এবং কোথায় দেখা করা যায় সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করে দিনক্ষণ চূড়ান্ত করবে। এবং ওরা আপনার কাছে ওদের টিমের সদস্যকে পাঠাবে যারা আপনার গাড়ির ক্ষতস্থান পর্যবেক্ষণ করে আপনাকে কত টাকা ক্ষতিপূরণ দেওয়া যায় সেই বিষয়ে নিশ্চিত করবে। উল্লেখ্য ইতালিয়ান ভাষায় প্রতিপক্ষের ইনস্যুরেন্স কোম্পানি থেকে যারা আপনার গাড়ির ক্ষতস্থান পর্যবেক্ষণ করতে আসবে ওদের কে বলা হয়ঃ {perito – পেরিতো} বাংলায় এর মানে হচ্ছে বিশেষজ্ঞ। কাজেই এই শব্দটি মুখস্ত করে রাখতে পারেন, তাহলে আপনার বুঝতে সুহজ হবে। মনে রাখবেন একমাত্র চিদ এর মাধ্যমে খুব দ্রুত ক্ষতিপূরণ পাওয়া যায়। আর আপনি যদি উকিল এর শরণাপন্ন হন তাহলে মাসের পর মাস অনেক ক্ষেত্রে বছর ও আপেক্ষা করতে হতে পারে। বড় ধরনের এক্সিডেন্ট না হলে চিদ পূরণ করে করাই শ্রেয়।
৮- এভাবে প্রতিপক্ষের পক্ষ থেকে ওদের প্রেরন করা “পেরিতো” আপনার ক্ষতির বিষয়টি চূড়ান্ত করে আপনার ব্যাংক এর ইবান নাম্বার নিয়ে যাবে এবং সেই দিন থেকে ৩০ দিনের মধ্যে আপনার ক্ষতিপূরণ আপনার ব্যাংকে চলে আসবে।
আমা করি এ বিষয়ে আপনারা ভাল কিছু জানতে পারলেন।
আপনাদের ভালো হলেই আমি নিজেকে ধন্য মনে করবো।
No comments:
Write comments