৩১১ টি সরকারি কলেজ পাবলিক বিশ্ববিদ্যালয়ের অধীনে যাচ্ছে

বৃহস্পতিবার বিকেলে শিক্ষা মন্ত্রণালয়ে এ সংক্রান্ত এক বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়।
বৈঠকে অংশ নেওয়া শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (পাবলিক বিশ্ববিদ্যালয়) মো. হেলাল উদ্দিন সমকালকে বলেন, 'বিষয়টি অনেক দিনের পুরনো এজেন্ডা। আজ এর নীতিগত অনুমোদন হয়েছে। তবে একবারে সব সরকারি কলেজকে পাবলিক বিশ্ববিদ্যালয়ের অধীনে না এনে বরং পর্যায়ক্রমে করার পক্ষে মত এসেছে। আমরা সেভাবে বাস্তবায়ন করতে পারব আশা করছি।'
গত বছরের ৩১ আগস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিক্ষা মন্ত্রণালয় পরিদর্শন করতে গিয়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন সরকারি কলেজগুলোকে সংশ্লিষ্ট এলাকায় অবস্থিত সরকারি ও স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয়ের অধীনে নেওয়ার নির্দেশ দেন।
Comments
Post a Comment