Monday, June 20, 2016

আপেল দিয়ে অসাধারণ ফুল তৈরির কৌশল! (ভিডিও)


দেখতে দেখতে চলে এসেছে ঈদ। এই ঈদের দিনে আপনার টেবিলে দারুণ কিছু সাজাতে চান? তাহলে ১ মিনিটে শিখে নিন আপেল দিয়ে ফুল তৈরির কৌশল। একটি আপেল দিয়ে প্রায় ৪টি পর্যন্ত ফুল তৈরি করা যাবে। শুধু তাই নয়, এই ফুল আপনি খেতেও পারবেন! তাহলে চলুন, শিখে নিই সহজ কৌশলটি।
যা যা লাগবে_
– একটি আপেল
– ছুরি
– শুকনো চেরি
– টুথপিক
– আপেলের বল তৈরি করার একটি চামচ (না হলেও হবে)
যেভাবে ফুল বানাবেন_
– আপেলটি দুই ভাগ করে কেটে নিন ভিডিওতে দেখানো উপায়ে।
– তারপর ছোট ভাগটির অর্ধেককে পাতলা পাতলা স্লাইস করুন।
– এবার আপেলের একটি ছোট বল তৈরি করে নিন ভিডিওতে দেখানো উপায়ে। এর বদলে আপেল বা চেরিও ব্যবহার করতে পারেন। এটি এমন একটা কিছু, যেটার ওপরে ফুলটি বসে থাকবে।
– টুথপিক দিয়ে আপেলের স্লাইস ও আপেলের বলকে আটকে দিন।
– এবার একটি একটি করে স্লাইস পাপড়ির মত করে মেলে দিন। ওপরে আটকে দিন একটি চেরি। ব্যস, তৈরি আপনার apple flower আপেলের ফুল।
ভালোভাবে বুঝার জন্য এই ভিডিওটি দেখুন।

How to Make a Rosette with an Apple (HD)

No comments:
Write comments