মাত্র নয় বছর বয়সে দু’টি অ্যাপ বানিয়ে বিশ্বকে তাক লাগালো
অবনিতা বিজয়। ছোট্ট
বয়সে ভারতীয় এ মেয়ে মোবাইল অ্যাপ তৈরি করে চমকে দিয়েছে হাই টেক বিশ্বকে। এমন কী,
অ্যাপলের ডব্লিউ ডব্লিউ ডিসি ২০১৬-র সব
থেকে কনিষ্ঠ ডেভলপারও
হতে চলেছে সে।
এই বয়সে কী ভাবে শিখল এমন কঠিন কোড ? প্রশ্ন করা হলে তার সাবলীল জবাব,‘কোডিং আমার খুব ভাল লাগে। নতুন নতুন কোড শিখতে ইউটিউবে বিভিন্ন
টিউটোরিয়ালস দেখি। সেখান থেকেই নতুন নতুন কোড শিখেছি।
অবনিতা এরই মধ্যে দু’টো অ্যাপ বানিয়েছে। তার প্রথম অ্যাপ স্মার্টকিনস অ্যানিম্যালের
দ্বারা। এই অ্যাপটি দিয়ে যে কোনো শিশু অনায়াসে পশু পাখির নাম ও আওয়াজ শিখতে পারবে।
আর দ্বিতীয় অ্যাপটি দিয়ে শিশুরা খুব
সহজে রং চিনবে।
এখানেই অবনিতা থেমে নেই। এখন সে আরও একটি নতুন অ্যাপ নিয়ে কাজ করছে। এই সব’কটি অ্যাপই আইওএস ফরম্যাটে সার্পোট করবে
বলে জানান অবনিতা। প্রযুক্তির সাথে থাল মিলে চলছে সে ।
Monday, June 13, 2016
নয় বছরের শিশু অবনিতা অ্যাপ বানিয়ে বিশ্বকে চমক দিয়েছে
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Write comments