এখন বর্ষাকাল হঠাত হঠাত বৃষ্টি হচ্ছে। বাইরে গিয়েছেন অথচ বৃষ্টির পানিতে
বা কাদা দিয়ে জুতো ভেজেনি কখনো, এমন মানুষ বাংলাদেশে খুঁজলেও মিলবে না।
বিশেষ করে যারা কাপড়ের জুতো
পরেন, তাঁদের অবস্থা আরও নাজেহাল। জুতা ভিজে বিব্রতকর অবস্থা তো হয়ই, সাথে জুতো জোড়াও পচে নষ্ট হয়। তাহলে উপায়? উপায় হচ্ছে জুতা জোড়াকে প্রায় বিনা খরচে ঘরে বসেই “ওয়াটারপ্রুফ” বানিয়ে ফেলা। এক জোড়া ওয়াটার প্রুফ জুতার জন্য ৫টি টাকা তো আপনি খরচ করতেই পারেন, তাই না? চলুন, জেনে নিই বিস্তারিত।
যা যা লাগবে_
একটি মোমবাতি (৫ টাকা দামের সাধারণ মোমবাতি হলেই হবে, তাও পুরোটা লাগবে না)
একটি হেয়ার ড্রায়ার বা গ্যাসের চুলা।
যা করবেন_
– আপনার কাপড়ের জুতা Shoes জোড়া নিন। তারপর এর গায়ে খুব ভালো করে ঘষে ঘষে মোমবাতি লাগান।
– একটু জায়গাও বাদ দেবেন না। জুতার ফিতা থেকে শুরু করে ওপরের প্রত্যেক ইঞ্চিতে মোমবাতি লাগান। যত পুরু করে লাগাতে পারবেন, তত ভালো।
– মোমবাতি Candle লাগানোর পর পুরো জুতাটা একদম সাদাটে দেখাবে মোমের আস্তরনের জন্য। ভয় পাবেন না। একটু পরই এটা ঠিক হয়ে যাবে।
– এবার আপনার হেয়ার ড্রায়ার হাই হিটে দিয়ে জুতা shoes জোড়াকে হিট দিন। মোমবাতি গলে গলে যেতে থাকবে ও জুতার তন্তুর ওপরে একটা আস্তরন তৈরি করে ওয়াটার প্রুফ বানিয়ে ফেলবে। জুতা জোড়া আবার আগের রঙে ফিরে গেলে বুঝবেন মোম গলে গেছে। (একটু গাঢ় হয়ে যেতে পারে রঙ) ।
– যাদের হেয়ার ড্রায়ার নেই তাঁরা চুলার পাশে বা নিচে জুতা রাখুন এমন ভাবে যেন জলন্ত চুলা থেকে তাপ এসে লাগে আর মোমবাতি গলে যায়।
– মোম গলে গেলে জুতা জোড়াকে ভালো করে শুকিয়ে নিন। তৈরি হয়ে গেল আপনার ওয়াটারপ্রুফ জুতা Water Proof Shoes !
বিস্তারিত দেখে নিন এই ভিডিওতে
পরেন, তাঁদের অবস্থা আরও নাজেহাল। জুতা ভিজে বিব্রতকর অবস্থা তো হয়ই, সাথে জুতো জোড়াও পচে নষ্ট হয়। তাহলে উপায়? উপায় হচ্ছে জুতা জোড়াকে প্রায় বিনা খরচে ঘরে বসেই “ওয়াটারপ্রুফ” বানিয়ে ফেলা। এক জোড়া ওয়াটার প্রুফ জুতার জন্য ৫টি টাকা তো আপনি খরচ করতেই পারেন, তাই না? চলুন, জেনে নিই বিস্তারিত।
যা যা লাগবে_
একটি মোমবাতি (৫ টাকা দামের সাধারণ মোমবাতি হলেই হবে, তাও পুরোটা লাগবে না)
একটি হেয়ার ড্রায়ার বা গ্যাসের চুলা।
যা করবেন_
– আপনার কাপড়ের জুতা Shoes জোড়া নিন। তারপর এর গায়ে খুব ভালো করে ঘষে ঘষে মোমবাতি লাগান।
– মোমবাতি Candle লাগানোর পর পুরো জুতাটা একদম সাদাটে দেখাবে মোমের আস্তরনের জন্য। ভয় পাবেন না। একটু পরই এটা ঠিক হয়ে যাবে।
– এবার আপনার হেয়ার ড্রায়ার হাই হিটে দিয়ে জুতা shoes জোড়াকে হিট দিন। মোমবাতি গলে গলে যেতে থাকবে ও জুতার তন্তুর ওপরে একটা আস্তরন তৈরি করে ওয়াটার প্রুফ বানিয়ে ফেলবে। জুতা জোড়া আবার আগের রঙে ফিরে গেলে বুঝবেন মোম গলে গেছে। (একটু গাঢ় হয়ে যেতে পারে রঙ) ।
– যাদের হেয়ার ড্রায়ার নেই তাঁরা চুলার পাশে বা নিচে জুতা রাখুন এমন ভাবে যেন জলন্ত চুলা থেকে তাপ এসে লাগে আর মোমবাতি গলে যায়।
– মোম গলে গেলে জুতা জোড়াকে ভালো করে শুকিয়ে নিন। তৈরি হয়ে গেল আপনার ওয়াটারপ্রুফ জুতা Water Proof Shoes !
বিস্তারিত দেখে নিন এই ভিডিওতে
No comments:
Write comments