Tuesday, June 14, 2016

পাঁচ বছরেও বাংলাদেশিদের জন্য ডিভি লটারির সুযোগ নেই


কোটা পূরণ হওয়ায় ২০১২ সাল থেকে বাংলাদেশিদের জন্য লটারির মাধ্যমে যুক্তরাষ্ট্রে স্থায়ী নাগরিকত্বের জন্য ডাইভারসিটি ভিসা (ডিভি) প্রোগ্রাম বন্ধ রয়েছে। আগামী পাঁচ বছরেও এই সুযোগ আসার সম্ভাবনা নেই। এমনকি ভবিষ্যতে আর কখনই বাংলাদেশি নাগরিকদের জন্য ডিভি লটারির সুযোগ নাও আসতে পারে।
মঙ্গলবার রাজধানীর গুলশানে আমেরিকান ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা জানান ঢাকায় যুক্তরাষ্ট্র দূতাবাসের কনসুলার জেনারেল এলিজাবেথ গোর্লে।

এদিকে ধারাবাহিক হত্যাকাণ্ডের তদন্তসহ সন্ত্রাসবাদ দমনে দ্বিপক্ষীয় সহায়তার বিষয় নিয়ে বুধবার সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সঙ্গে বৈঠক করবেন ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রেরর রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট।

সংবাদ সম্মেলনে এলিজাবেথ গোর্লে বলেন, যুক্তরাষ্ট্রের ভিসার জন্য যেসব নাগরিক আবেদন করেন তারা যেন জালিয়াতির শিকার না হন সে জন্য দূতাবাস খুবই সচেতন। জালিয়াতি থেকে সতর্ক থাকার উপায় হচ্ছে ভিসার জন্য আবেদনপত্র নিজে পূরণ করুন এবং কোনো প্রশ্ন থাকলে দূতাবাসকে জিজ্ঞাসা করুন। এ সময় ভিসা জালিয়াত সম্পর্কে সবাইকে অবগত করতে একটি ভিডিও দেখানো হয়।

সংবাদ সম্মেলনে জানানো হয়, গত বছর বাংলাদেশ থেকে ৪৪ হাজার ভিসার আবেদন পড়েছে। এ ছাড়া যুক্তরাষ্ট্রে অভিবাসী হওয়ার জন্য ২৪ হাজার আবেদন পড়েছে।

No comments:
Write comments