শশা খাওয়ার আগে একটু কেটে ঘষে নিতে হয়? কারণ কি জানেন
শশার স্বাদ তেতো। আর ভালো ভাবে না ঘষলে তেতো টা একটু বেশি লাগে ?
শশায় থাকে একটি জৈব যৌগ, নাম কিউকারবিটাসিন। এই কিউকারবিটাসিন-এর জন্যই শশার স্বাদ তেতো হয়।
শশা মানব স্বাস্থের জন্য খুব ভাল তাই সকল সবজির সাথে সাথে শশা খান মন ভাল রাখুন।
Comments
Post a Comment