Wednesday, June 15, 2016

অবিবাহীত মেয়েদের হাতে মোবাইল দেখা গেলেই জরিমানা ২১০০ টাকা


এ যেন শিব ঠাকুরের আপন দেশ! এখানে মোবাইল হাতে কোনও কিশোরী বা অবিবাহিতা মহিলাকে দেখলেই পেয়াদা ধরবেএবং একুশশো টাকা দণ্ড দিতে হবেআর যিনি এই খবরটি পেয়াদাকে দেবেন, তাঁর জন্যও থাকবে বকশিসের ব্যবস্থা২০০ টাকায় নগদ বিদায়ভারতের গুজরাটের মেহসানা-র সূর্য নামের এক গ্রামে সম্প্রতি এমনই নিয়ম পাশ হয়েছেসৌজন্যে গ্রামসভা
অথচ চলতি মাসের প্রথম দিকে ওই সভা বসেছিল সম্পূর্ণ ভিন্ন এক কারণেপুরুষরা মদ খেয়ে এসে তাঁদের পরিবারের অন্য সদস্যদের উপর অত্যাচার করেনদিন দিন তার সংখ্যা বাড়ছিলআর গ্রামসভায় প্রতি দিন এ নিয়ে অভিযোগ জমা পড়ছিল ভুরিভুরিসেই সমস্যারই সমাধানে বসে গ্রামসভাকিন্তু, আলোচনা শুরু হওয়ার পরে তা মোড় নেয় অন্য পথেপুরুষের অত্যাচার নিয়ে আলোচনা ঘুরে যায় মহিলাদের মোবাইল ব্যবহারের দিকেতার পরে সেই সমস্যানিয়েই পর্যালোচনা হয়তার পরেই গ্রামের প্রধান সভার সিদ্ধান্তের কথা জানিয়ে দেন
কী সেই সিদ্ধান্ত?
পুরুষের মদ্যপানের মতো মহিলাদের মোবাইল ব্যবহারও খুব খারাপ একটি কাজএতে সমাজের ক্ষতি হয়কিশোরীদের পড়াশোনার পাশাপাশি মহিলাদের ঘরের কাজে মনোসংযোগও সম্পূর্ণ নষ্ট করে দেয় মোবাইলতাইনষ্টামিরুখতে গ্রামের অবিবাহিত সকল মহিলাদের ক্ষেত্রেই মোবাইল ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করা হয়েছেগ্রাম প্রধান দেবশি ভানকর বলেন, ‘‘মোড়লদের মত মেনেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে’’ স্কুলছাত্রদেরও জন্য খুব শীঘ্রই এমন একটা নিয়ম আনা হবে বলেও জানিয়েছেন তিনি
সভায় সিদ্ধান্ত নেওয়ার পর থেকেই চালু হয়ে গিয়েছে ওই নিয়মযদিও অবিবাহিত মহিলারা তাঁদের বাবা-মা-সহ পরিবারের অন্য সদস্যদের মোবাইল ব্যবহার করে কেবলমাত্র কথা বলতে পারবেঅন্য কোনও কাজে তা কোনও ভাবেই ব্যবহার করা যাবে নাযদি কোনও অবিবাহিতাকে মোবাইল সমেত দেখা যায়, তবে তাঁকে রীতিমতো গ্যাটের কড়ি খরচা করে জরিমানা দিতে হবেসেটার পরিমাণও ঠিক করে দিয়েছে গ্রামসভা২১০০ টাকাআর যিনি এই খবরটা পৌঁছে দেবেন মোড়লদের কাছে, তাঁকে দেওয়া হবে ২০০ টাকা বকশিস

পুরুষদের অত্যাচার নিয়ে সভা ডেকে কী ভাবে মহিলাদের ব্যক্তিগত স্বাধীনতার প্রশ্নে হস্তক্ষেপ করা হল, তা নিয়ে ইতিমধ্যেই দেশজুড়ে বিতর্ক শুরু হয়ে গিয়েছেবিতর্ক অন্য মাত্রাও পেয়েছে কারণ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এই মুহূর্তে ঘোষিত নীতি ডিজিটাল ইন্ডিয়াগ্রামে গ্রামে ইন্টারনেট সংযোগ পৌঁছে দিতে তত্পর হওয়ার কথাও বিভিন্ন সময়ে বলেন তিনিআর এ রকম একটা সময়ে তাঁর আপন রাজ্য গুজরাতের একটি গ্রামে এমন নিয়ম তৈরি হওয়ায় সমালোচনার ঝড় উঠেছেঘটনাচক্রে যে মেহসানায় এমনটা হয়েছে, তারই এক মফস্‌সল শহর ভাডনগরেই জন্মেছিলেন মোদী

No comments:
Write comments