নিজেই তৈরি করুণ সুন্দর এক জোড়া কানের দুল


নানা রঙের কানের দুলে নিজের কানকে সাজাতে সব নারী ই ভালোবাসেন। শপিং এ গেলে হয়ত দশ পনেরটা দোকান ঘুরেন, নিজের পছন্দমত একজোড়া দুল কেনার জন্য। আচ্ছা, কেমন হবে যদি অল্প কিছু খরচে বাসায় বসে মাত্র পনের মিনিটেই আপনি বানিয়ে ফেলতে পারেন অসাধারণ আকর্ষণীয় এক জোড়া কানের দুল! কিংবা, চমকে দিতে পারেন প্রিয়জনকে, নিজের বানানো কানের দুল উপহার দিয়ে।
যা যা লাগবে কানের দুল বানাতে :
• সবুজ ছোট পুতি (দুই মুঠো পরিমান)
• ক্রিস্টালের গোল লাল পুতি (৮ টি)
• ক্রিস্টালের হিরকাকার লাল পুতি (২ টি)
• কানের দুলের হুক (২ টি)
• ছোট গোল হুক (২ টি)
• লাল লম্বা পেন্ড্যেন্ট দুইটি (নিজের পছন্দ অনুযায়ী)
• চিকন সরু তার (৩০ সে.মি)
• সরু প্লাস (তার বাকানোর জন্য)
কানের দুল বানানোর পদ্ধতি :
কানের দুল বানানোর পুরো পদ্ধতিকে আপনি সুবিধার জন্য দুই ভাগে ভাগ করে নিতে পারেন।
প্রথম ধাপ (মূল কানের দুল তৈরি) :
– ৩০ সে.মি মাপের সরু তার কেটে নিন। মাঝ বরাবর একটু ভাঁজ দিয়ে নিন। এবার ৭টি ছোট সবুজ পুতি তারে ঢুকিয়ে একটা ছোট্ট গোল রিং তৈরি করুন। ৮ নং পুতিটিকে ছবিতে দেখানো নিয়ম অনুসারে, দুই পাশ থেকে ক্রসের ন্যায় (X আকারে) তারে ঢুকিয়ে ফেলুন।
– এবার তারে দুই পাশ থেকে ৩টি করে, ৬টি সবুজ পুতি ঢুকান। তারপর, পুর্বের ৮নং পুতিটির মত একটি লাল রঙের ক্রিস্টালের পুতিকে তারে ক্রসাকারে আটকে ফেলুন।
– অতঃপর দুই পাশে দুটি বড় লাল পুতি এবং পুর্বের ন্যায় ক্রসাকারে একটি লাল পুতি তারে ঢুকিয়ে দুইপাশ থেকে টান দিন। দেখবেন, চার পাপড়ির ফুলের মত ডিজাইন হয়ে গেছে।
– এবার ছবিতে দেখানো নিয়মমত ৭টি করে সবুজ পুতি দুই পাশের লাল পুতির উপর দিয়ে ঢুকিয়ে তারের প্রান্ত দুটিকে আবার আগের যায়গায় নিয়ে আসুন। তারের দুইপ্রান্ত এবার অবশিষ্ট লাল পুতির ভেতর দিয়ে ক্রসাকারে ঢুকিয়ে ফেলুন।
– এবার পুর্বে যেভাবে লাল পুতিগুলোকে তারে ঢুকিয়ে ছিলেন, একই নিয়মে ২টি, ২টি ও ৩টি সবুজ পুতি তারে ঢুকান।
– ব্যাস! কানের দুলের মূল অংশ কিন্তু তৈরি হয়ে গেল।
দ্বিতীয় ধাপ :
– এবার কানের দুলের ঝুলানো বাড়তি অংশ বানানোর পালা। তারের দুই প্রান্তে ৪টি করে সবুজ পুতি দিয়ে একটু পাপড়ির মত আকার করুন। এবার একটা হিরকাকার ক্রিস্টালের লাল পুতির ভেতর তারের দুই প্রান্ত একসাথে ঢুকিয়ে দিন।
– এবার তারের দুই প্রান্তে ৫টি করে সবুজ পুতি দিয়ে একটি লম্বা পেন্ড্যান্টের ভেততর দিয়ে তারটিকে ক্রসাকারে ঢুকিয়ে নিন।
– বাড়তি তারের অংশ প্লাস দিয়ে কেটে, ভালোভাবে পেচিয়ে নিন।
– এবার ছোট্ট দুইটি গোল হুকের সাহায্য কানের দুলের হুকদুটিকে দুলের সাথে জুড়ে দিন।
– কি আজব হচ্ছেন তো? মাত্র পনের মিনিট সময় ব্যয় করেই আপনি করে ফেললেন অসাধরন এক জোড়া কানের দুল। আপনার ইচ্ছেমত রঙের পুতি ব্যবহার করে কানের দুলজোড়াকে আরো বেশি আকর্ষণীয় করে তুলতে পারেন। তাহলে আর দেরী কেন? আজই এই অসাধারণ দুলজোড়া বানিয়ে ফেলুন আর চমকে দিন সবাইকে।
আর কিছু ডিজাইন দেখরে এখানে ক্লিক করুন।

Comments

Popular posts from this blog

Buet Engineering Admission Test Question with Solve

বেসরকারি শিক্ষক নিবন্ধনের অনলাইনে আবেদনের নতুন বিজ্ঞপ্তি প্রকাশ

National University Honours admission Result 2015-2016