সম্পত্তি ক্রয়ের পড় কি করবেন জানেন কি ?

সম্পত্তি ক্রয়ের পর নিম্নোক্ত কাজ সম্পাদন করা আবশ্যক :
_______________________________________________

১। রের্কড হাল করণ ( নামজারী ও জমা খারিজ ) ।
২। ভূমি উন্নয়ণ কর পরিশোধ।
৩। অর্জিত ভূমিতে বাস্তব দখল গ্রহণ।
________________________________________________

নামজারী ও জমা খারিজ করণ পদ্ধতি :
________________________________

সহকারী কমিশনার (ভূমি বরাবের নির্ধারিত ফরমে আবেদন দাখিল করতে হবে।
আবেদন দাখিলের এক সপ্তাহের মধ্য সংশ্লিষ্ট ইউনিয়ন ভূমি অফিসে গিয়ে মূল দলিলাদি প্রদর্শনসহ সরেজমিনে জমি পরিদর্শন করাতে হবে।
শুণানীর জন্য নির্ধারিত তারিখে মূল কাগজাত  নিয়ে উপজেলা ভূমি অফিসে হাজির হতে হবে।
আদেশের পর ইউনিয়ন ভূমি অফিসে গিয়ে ভূমি উন্নয়ন কর পরিশোধ করতে হবে।
ভূমি উন্নয়ন কর পরিশোধের রশিদ প্রদর্শন করে খতিয়ানের কপি (পর্চা) সংগ্রহ করে সংরক্ষণ করতে হবে। 
----------------------------------------------------------------------------------------------------------------

মনে রাখবেন  নামজারী কার্যক্রম সম্পাদন করতে গিয়ে প্রায়শ: সেবা গ্রহীতাগণকে হয়রানির শিকার হতে হয়। এ  ক্ষেত্রে কোন মধ্যস্বত্ত্ব ভোগী বা দালাল এর আশ্রয় গ্রহণ না করে সেবা গ্রহীতাগণকে সরাসরি অফিসে হাজির হতে হবে। তাহলে কোন হয়রানির শিকার হবেন না।

Comments

Popular posts from this blog

বেসরকারি শিক্ষক নিবন্ধনের অনলাইনে আবেদনের নতুন বিজ্ঞপ্তি প্রকাশ

National University Honours admission Result 2015-2016

Buet Engineering Admission Test Question with Solve