_______________________________________________
১। রের্কড হাল করণ ( নামজারী ও জমা খারিজ ) ।
২। ভূমি উন্নয়ণ কর পরিশোধ।
৩। অর্জিত ভূমিতে বাস্তব দখল গ্রহণ।
________________________________________________
নামজারী ও জমা খারিজ করণ পদ্ধতি :
________________________________
সহকারী কমিশনার (ভূমি বরাবের নির্ধারিত ফরমে আবেদন দাখিল করতে হবে।
আবেদন দাখিলের এক সপ্তাহের মধ্য সংশ্লিষ্ট ইউনিয়ন ভূমি অফিসে গিয়ে মূল দলিলাদি প্রদর্শনসহ সরেজমিনে জমি পরিদর্শন করাতে হবে।
শুণানীর জন্য নির্ধারিত তারিখে মূল কাগজাত নিয়ে উপজেলা ভূমি অফিসে হাজির হতে হবে।
আদেশের পর ইউনিয়ন ভূমি অফিসে গিয়ে ভূমি উন্নয়ন কর পরিশোধ করতে হবে।
ভূমি উন্নয়ন কর পরিশোধের রশিদ প্রদর্শন করে খতিয়ানের কপি (পর্চা) সংগ্রহ করে সংরক্ষণ করতে হবে।
----------------------------------------------------------------------------------------------------------------
মনে রাখবেন নামজারী কার্যক্রম সম্পাদন করতে গিয়ে প্রায়শ: সেবা গ্রহীতাগণকে হয়রানির শিকার হতে হয়। এ ক্ষেত্রে কোন মধ্যস্বত্ত্ব ভোগী বা দালাল এর আশ্রয় গ্রহণ না করে সেবা গ্রহীতাগণকে সরাসরি অফিসে হাজির হতে হবে। তাহলে কোন হয়রানির শিকার হবেন না।
No comments:
Write comments