Monday, May 30, 2016

পৃথিবীর যেকোন দেশে ফ্রি এসএমএস!

পিসি থেকে মোবাইলে যে ফ্রি এস এম এস পাঠানো যায় এইটা মনে হয় জানেন না এমন কেউ নাই! তবে বর্তমানে ১০০% কাজ করে এমন ফ্রি এসএমএস সাইটের সংখ্যা অনেক কম। আগে আমি ফ্রি এস এম এস এর জন্য ফরেভার.ইউএস ইউজ করতাম। তবে এটি দিয়ে এখন আর বাংলাদেশে এসএমএস পাঠানো যায় না!
তবে কি ফ্রি এসএমএস পাঠানোর সিস্টেম বন্ধ? অবশ্যই না! বিকল্প পথ অবশ্যই আছে। ঠিক সেরকমই একটি বিকল্প পেয়ে গেছি…আজ আপনাদের সাথে শেয়ার করব ঐটাই!

Free SMS from Computer to Mobile
Free SMS from Computer to Mobile

কিভাবে ফ্রি এসএমএস পাঠাব?

  1. প্রথমে এই লিংকে

  1. আপনার মোবাইল নম্বর দিয়ে রেজিস্টার করুন।
  2. আপনাকে একটি এক্টিভেশন কোড পাঠানো হবে। ঐ কোড দিয়ে আপনার রেজিস্টার সম্পন্ন করুন।
  3. আপনার প্রোফাইলের তথ্যগুলি ভালভাবে পূরণ করুন (প্রয়োজনীয়)
  4. আপনার প্রোফাইলে একটি নতুন ছবি আপলোড করুন। (প্রয়োজনীয়)
হেহেহে! কাজ শেষ! আপনি এখন ফ্রি এসএমএস পাঠাতে থাকুন!
(বি.দ্র: প্রতিদিন একটি করে এসএমএস পাঠাতে পারবেন। )

No comments:
Write comments