Thursday, May 12, 2016

সম্মানিত ভূমি মালিকগণের জ্ঞাতার্থে-

 












সম্পত্তি ক্রয় করার পূর্বে নিম্নবর্ণিত বিষয়গুলো ভালোভাবে যাচাই করা আবশ্যক :-

১।  বিক্রেতার বিক্রয় করার যোগ্যতা /  অধিকার।
২।  বিক্রেতার বাস্তব সম্মত ভোগ দখল।
৩। বিক্রয়কৃত সম্পিত্ত সরেজিমেন যাচাই । বিক্রয়কৃত সম্মত্তিতে কোন ঘর,গাছপালা,অন্যান্য স্থাপনার
      বিষয়ে বিক্রেতার মতামত।
৪। সম্পত্তিটি কোন সংস্থা / ব্যক্তি / বা প্রতিষ্টানের নিকট দায়বদ্ধ কি না ?
৫। বিক্রয়কৃত সম্পত্তির কোন বকেয়া খাজনা বা কোন দায় আছে কি না ?
৬। কোন এজমালী জোতের সম্পত্তির ক্ষেত্রে বিক্রেতার অংশ সুনির্দিষ্ট বন্টণনামা আছে কি না ?
৭। বন্টননামা না থাকলে বিক্রেতার অংশ সুনির্দিষ্টভাবে দখল চিহৃত করা আছে কি না ?
৮। বিক্রয়কৃত সম্পত্তি নিয়ে আদালতে কোন মামলা আছে কি না ?
৯। বিক্রয় সম্মত্তির সি.এস /এস.এ /  আর.এস রেকর্ড যাচাই করা।
১০। বিক্রয়কৃত সম্পত্তি বিক্রেতার নামে নামজারী করা আছে কি না ?

No comments:
Write comments