Tuesday, May 3, 2016

শিক্ষক নিবন্ধনে স্কুল পর্যায়ের পরীক্ষার তারিখও পেছাল। 2016

কলেজের পর এবার স্কুল পর্যায়ের ত্রয়োদশ বেসরকারি শিক্ষক নিবন্ধন পরীক্ষার তারিখ পেছাল। স্কুল পর্যায়ের প্রিলিমিনারি টেস্ট আগামী ৬ মের পরিবর্তে ১৩ মে বিকেল ৪টায় অনুষ্ঠিত হবে।
::::
সরকারি এক তথ্য বিবরণীতে বৃহস্পতিবার এ কথা জানানো হয়েছে। এর আগে গত ২৬ এপ্রিল কলেজ পর্যায়ের শিক্ষক নিবন্ধনের প্রিলিমিনারি পরীক্ষা ৭ মে থেকে পিছিয়ে ১৩ মে নেওয়া হয়। কলেজ পর্যায়ের পরীক্ষা সকাল ১০টায় শুরু হবে। দুটি পরীক্ষারই সময় এক ঘণ্টা।
::::
এখন দুটি পরীক্ষায়ই এক দিনে হচ্ছে। তবে কী কারণে সময় পরিবর্তন করা হলো তা জানানো হয়নি।
::::
বেসরকারি স্কুল, কলেজ ও মাদ্রাসায় শিক্ষক নিয়োগ পেতে এনটিআরসিএ সনদ বাধ্যতামূলক। নিবন্ধন সনদের মেয়াদ আগে ৫ বছর থাকলেও ২০১৩ সালের ২০ জুন তা আজীবন করা হয়। সম্প্রতি ‘বেসরকারি শিক্ষক নিবন্ধন পরীক্ষা গ্রহণ ও প্রত্যয়ন বিধিমালা, ২০০৬’ সংশোধন করে সনদের মেয়াদ তিন বছর করা হয়।
::::
নতুন পদ্ধতিতে শিক্ষক নিয়োগে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানকে এনটিআরসিএর ওয়েবসাইটে আগামী ৭ মের মধ্যে নিবন্ধন করতে বলা হয়েছে।

No comments:
Write comments