সবচেয়ে দামী স্মার্টফোন! এ যাবৎকালের


এখন মানুষের হাতে হাতে স্মার্টফোন। এখন যেনো স্মার্টফোন ছাড়া চলেইনা যত ভাল ফোন ততই খুশিতাই এখন  স্মার্টফোনের বাজারে বিভিন্ন ব্র্যান্ডের নানা মডেলের স্মার্টফোন রয়েছে। এর মধ্যে সবচেয়ে দামী স্মার্টফোনটির মূল্য কত হতে পারে?
একটু আইডিয়া করতে থাকেন, এর ফাঁকে নির্মাতা প্রতিষ্ঠানের নামটি বলে দেই। বিশ্বের সবচেয়ে দামী স্মার্টফোন তৈরি করেছে যুক্তরাষ্ট্রের বিখ্যাত জুয়েলারি প্রতিষ্ঠান ফ্যালকন লাক্সারি। আর স্মার্টফোনটি হচ্ছে, ফ্যালকন সুপার নোভা পিংক ডায়মন্ড আইফোন৬। এটি এ যাবৎকালের সবচেয়ে দামী স্মার্টফোন। অ্যাপলের জনপ্রিয় আইফোন৬ এর বিলাসী এডিশন হিসেবে ফ্যালকন সুপার নোভা পিংক ডায়মন্ড আইফোন৬ তৈরি করা হয়েছে।
ফ্যালকন লাক্সারির বাজারজাতকৃত এ স্মার্টফোনটির মূল্য ৯৫.৫ মিলিয়ন ইউএস ডলার। বাংলাদেশি টাকার হিসেবে যা প্রায় ৭৫০ কোটি টাকা।
মূলত শৌখিন ও বিলাসী গ্রাহকদের পছন্দের বিষয়টিকে গুরুত্ব দিয়ে এই স্মার্টফোনটি তৈরি করা হয়েছে। এর ক্যাসিংয়ে ব্যবহৃত হয়েছে ২৪ ক্যারেটের সোনা ও ১৮ ক্যারেটের হীরা। আর ফোনের ফিচার হিসেবে আইফোন ৬ এর সুবিধাগুলো তো রয়েছেই।

Comments

Popular posts from this blog

বেসরকারি শিক্ষক নিবন্ধনের অনলাইনে আবেদনের নতুন বিজ্ঞপ্তি প্রকাশ

National University Honours admission Result 2015-2016

চীনের কোনো উচ্চ ঝুঁকি নেই: বিশ্ব স্বাস্থ্য সংস্থা